দেশের চলমান রাজনীতি ভয়ংকর পরিণতির দিকে নিয়ে হচ্ছে শাসকগোষ্ঠী

জনদুর্ভোগ জনপ্রতিনিধি তথ্য-প্রযুক্তি নির্বাচন পুরুষ প্রচ্ছদ মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হোক এটা চায় না আওয়ামী শাসকগোষ্ঠী। এখন ভাগাভাগির নির্বাচন চলছে। দেশের চলমান রাজনীতি ভয়ংকর পরিণতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। গতকাল বিকালে অজ্ঞাত স্থান থেকে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, একটা তামাশার নির্বাচন করা হচ্ছে। ৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এর ফলাফল ঘোষণা হবে মাত্র। আন্তর্জাতিক মহল নির্বাচন নিয়ে বিরূপ। এভাবে সরকার পার পাবে না। তিনি আরও বলেন, সারা দেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এ কারণে বিশ্বের বড় বড় সংস্থা রিপোর্ট করছে। এর পরও সরকারের টনক নড়ছে না। দেশের অর্থনীতি ভয়াবহভাবে বিপর্যস্ত। তার পরও সরকারের বিকার হচ্ছে না।

নেতা-কর্মীদের গ্রেফতার প্রসঙ্গে রিজভী জানান, সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২৮৫ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ের মধ্যে ১৫ মামলায় ১ হাজার ৩৯৫ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের হাতে বিএনপির ৬৫ নেতা-কর্মী আহত হয়েছেন। তিনি দাবি করেন, ১৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত ২৬৫ মামলায় ২৯ হাজার ৭৬০ জনকে আসামি করা হয়েছে। হামলায় আহত হয়েছেন ১ হাজার ৫২ জন। মৃত্যু হয়েছে সাতজনের।

আরো পড়ুন : ৬ ডিসেম্বর ২০২৩, বুধবার নামাজের সময়সূচি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *