দেশের ছাত্র রাজনীতির নীতি নৈতিকতা ধ্বংস করেছে ছাত্রলীগ

জনপ্রতিনিধি প্রচ্ছদ মুক্তমত রাজনীতি শিক্ষা হ্যালোআড্ডা

বাগেরহাট প্রতিনিধি : ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ২৪-এর আন্দোলনে পুরো জাতির বিরুদ্ধে অবস্থান নিয়ে শেখ হাসিনা এ দেশের মেধাবী সূর্য সন্তানদের রাজপথে সরাসরি গণহত্যা করেছে। আর হাসিনার সহযোগী ছাত্রলীগ দেশের ছাত্র রাজনীতির সংগঠন নীতি, নৈতিকতা ধ্বংস করেছে।

শনিবার (১৬ নভেম্বর) বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা ইসলামী ছাত্রশিবিরের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবির সভাপতি বলেন, ছাত্র শিবির কর্মীরা প্রত্যেক মায়ের নিরাপত্তা, ইজ্জত ও সম্ভ্রমের দায়িত্ব নিয়ে কাজ করেছে। জঙ্গি নাটকের তকমা লাগিয়েও পড়ার টেবিল থেকে আটক করেও ছাত্র শিবির কর্মীদের শেষ করতে পারেনি। এত নির্যাতনের পরও ছাত্র শিবির নেতাকর্মীরা দেশ থেকে পালায়নি। অথচ দেশ প্রেমিকের তকমা লাগানো নেত্রী শেখ হাসিনাসহ তার নেতাকর্মী রেখে পালিয়েছে।

তিনি আরও বলেন, ‘সমাজ, রাষ্ট্রের সকল অভাব পূরণে ছাত্র শিবিরের প্রতিটি নেতার কাজ করতে হবে। আমাদের ইতিহাস, সংস্কৃতিকে ধ্বংস করেছে হাসিনা সরকার। আর এই অন্তবর্তীকালীন সরকার সেই সংস্কৃতি নষ্ট করা ব্যক্তিদের প্রশ্রয় দিচ্ছে। হাসিনা বিভিন্ন রূপে ফিরে আসতে চাচ্ছে আবার। ছাত্র শিবির কর্মীদের অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

বিগত সরকারের হাজার কোটি টাকা দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করে সেকেন্ড হোম করেছে। ছাত্রজনতার বিপ্লবের পর ছাত্র শিবির দেশব্যাপী সৎ, দক্ষ ও ইনসাফের মানসিকতা সম্পন্ন কর্মী তৈরিতে আত্মনিয়োগ করেছে।’

বাগেরহাট জেলা ছাত্র শিবিরের সভাপতি নাজমুল হাসান সাইফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা মশিউর রহমান, ছাত্র শিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো. শফিউলাহ, জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করীম, এ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, শেখ মোহাম্মদ ইউনুস, হাফেজ আব্দুল আওয়াল, মঞ্জুরুল হক রাহাদ, অধ্যক্ষ আব্দুল আলীম, অধ্যাপক ইকবাল হুসাইন, মাওলানা ইমরান হুসাইন, এনামুল হুসাইন, হাফেজ সুলতান আহমেদ, হাফেজ আ. রশিদ, এডভোকেট বেলায়েত হোসেন সুজা, ডা. আতিয়ার রহমান প্রমুখ।

আরো পড়ুন : রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাসের চাঁদা বেড়ে ৭ গুণ!

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *