দেশের নিরাপত্তা রক্ষায় ইরানের কোনো সীমা নেই

আন্তর্জাতিক জনপ্রতিনিধি প্রচ্ছদ মুক্তমত হ্যালোআড্ডা

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদরেজা আশতিয়ানি বলেছেন, ইরান অন্যান্য দেশের আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে। এ সময় তিনি জোর দিয়ে বলেন, দেশের নিরাপত্তা রক্ষায় ইরানের কোনো সীমা নেই।

বুধবার মন্ত্রিসভার অধিবেশনের ফাঁকে আশতিয়ানি ইরানের আশপাশ অঞ্চলের সন্ত্রাসীদের বিরুদ্ধে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে বলেন, ‘এটা আমাদের কাছে কোনো ব্যাপার নয়, ইরানকে হুমকি দেয় এমন যে কোনো কিছুর বিরুদ্ধে আমরা প্রতিক্রিয়া জানাব। তিনি বলেন, ইরানের প্রতিক্রিয়া হবে আনুপাতিক, নির্ণায়ক ও কঠোর।

ইরানের এই মন্ত্রী বলেন, আমরা সারা বিশ্বে সন্ত্রাসবাদের নিন্দা জানাই। ইরানি জনগণের বিরুদ্ধে অধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের ক্ষেত্রে আমরা কঠোর প্রতিক্রিয়া জানাব এবং এ বিষয়ে আমরা কোনো সীমা নির্ধারণ করব না।

আশতিয়ানি বলেন, ইরান সব দেশের সার্বভৌমত্ব, স্বার্থ, তাদের অধিকার ও আইন এবং সব দেশের, বিশেষ করে আমাদের প্রতিবেশীদের আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করে।

আরো পড়ুন : ইসলামে ব্যভিচারের কঠোরতম শাস্তির বিধান রাখা হয়েছে দুনিয়া ও আখিরাতে

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *