দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৪ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশের ৮৮২টি ল্যাবরেটরিতে ২ হাজার ২৫৯ জনের নমুনা পরীক্ষা করে রোগী শনাক্ত হয়েছে ১২৪ জন। এসব নমুনা পরীক্ষায় রোগী শনাক্তের হার ৫ দশমিক ৪৯ শতাংশ। এখন পর্যন্ত দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৪ হাজার দুইজন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন একজন । এ নিয়ে দেশে করোনায় মারা গেছেন ২৯ হাজার ৪১২ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৯৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৭ হাজার ৪৭২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২২ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।