নওগাঁর মান্দায় স্কুল কমিটি মানি না, মানবো না’এর প্রতিবাদে মানব বন্ধন

দুর্নীতি প্রচ্ছদ শিক্ষা হ্যালোআড্ডা

নওগাঁর মান্দা-৩ প্রতিনিধিঃ- সদ্য ঘোষিত নওগাঁর মান্দা উপজেলার কালিনগর সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের পকেট কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ছাত্র ছাত্রীর অবিভাবক মহল।

আজ মঙ্গলবার বেলা ১২টার সময় বিদ্যালয় চত্বর মাঠের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। অভিভাবক মহল পক্ষের গোলাম মোস্তফার সভাপতিত্বে উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন সালাম হোসেন,ফরিদ উদ্দিন, আরব আলী,লিটন হোসেন, আমেনা বিবি,ফিরোজা খাতুন প্রমুখ।

বক্তরা বক্তব্যে এ সময় তারা পকেট কমিটিকে আখ্যা দিয়ে অবিলম্বে কমিটি বাতিলের অব্যাহতি চেয়েছেন। তারা বলেন, পকেট কমিটি মানি না, মানবো না।
নওগাঁর মান্দা-৩ প্রতিনিধিঃ-
মোঃ হাবিবুর রহমান

আরো পড়ুন : ভোলাহাটে দখল হওয়া নালা উদ্ধার

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *