নতুন সঙ্কটে ফরাসি ফুটবল জায়ান্ট পিএসজি

খেলাধুলা প্রচ্ছদ বিনোদন

নতুন সঙ্কটে ফরাসি ফুটবল জায়ান্ট পিএসজি। এবার তাদের হোম ভেন্যু হিসেবে পরিচিত পার্ক দে প্রিন্সেস হাতছাড়া হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

কারণ, প্যারিসের মেয়র আন্নে হিডালগো সাফ বলছেন ‘এটা (পার্ক দে প্রিন্সেস স্টেডিয়াম) বিক্রির জন্য নয়।’ ‘এটা কখনো বিক্রিও হবে না’।
প্যারিসের মেয়রের এমন আচরণে ক্ষুব্ধ পিএসজি বলছে, ভক্তদের কাছ থেকে তাদের দূরে সরিয়ে দিতে চাওয়া হচ্ছে বিষয়টি খুবই হতাশার।

১৯৭৪ সাল থেকে ৪৭ হাজার আসনের এই মাঠ ব্যবহার করে আসছে পিএসজি।

এই স্টেডিয়াম সংস্কার করতে ৫০ কোটি ইউরো খরচ হবে পিএসজির। মাঠটি কিনে নেওয়ার অনুমতি পেলে এই কাজে অর্থায়ন করতে চায় পিএসজি কর্তৃপক্ষ। তবে সে প্রস্তাবও নাকি ফিরিয়ে দিয়েছেন হিডালগো।

এখন প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছানো না গেলে পিএসজি আস্তানা গাড়বে কোথায়?

আরো পড়ুন : নেপালে বিমান দুর্ঘটনায় মরদেহ শনাক্তের কাজ শুরু 

 

সূত্র: আল জাজি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *