নলছিটিতে মুক্তিযোদ্ধা পরিবারের বসতঘর পুড়ে ছাই করল দুর্বৃত্তরা

ক্রাইম নিউজ জনদুর্ভোগ জাতীয় তথ্য-প্রযুক্তি নির্বাচন প্রচ্ছদ মুক্তমত মুক্তিযুদ্ধ রাজনীতি হ্যালোআড্ডা

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার নলছিটি উপজেলাধীন সিদ্ধকাঠি ইউনিয়নের মালোয়ার গ্রামে একটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি দিবাগত রাত আনুমানিক বারোটার সময় কে বা কারা মালোয়ার গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মোসলেম উদ্দিন তালুকদারের ছেলে আরিফুর রহমান’র ঘরে আগুন লাগিয়ে দেয়। আরিফুর রহমান সিদ্ধকাঠি ইউনিয়নের ইউনিয়ন স্বেচ্ছা‌সেবক দলের সভাপতি।

এ বিষয় স্থানীয় বাসিন্দা রাশেদুল ইসলাম জানান, গতকাল রাত আনুমানিক ১২টার দিকে আরিফ তালুকদারের বসতঘরে আগুন দেখে তাদের পাশের ঘরের লোকজন চিৎকার করলে আমরা ছুটে গিয়ে আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষনে সব পুড়ে সবকিছুই শেষ হয়ে গেছে। আগুনের তীব্রতা বেশি থাকায় আমরা কিছুই করতে পারিনি। এসময় তাদের ঘরে কোন লোকজন ছিল না।

নলছিটি ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. মফিজুর রহমান জানান, আমাদের অগ্নিকান্ডের খবর দেয়ার পর ঘটনাস্থ‌লে পৌঁছানোর আগেই সমগ্র ঘর পুড়ে ছাই হ‌য়ে গেছে। আগুন নিভানোর বিষয় স্থানীয়রা অ‌ভি‌যোগ ক‌রেন, ফায়ার সা‌র্ভিস‌কে ফোন দি‌লেও তারা আস‌তে অ‌নেক দে‌রি ক‌রে‌ছেন, যথাসম‌য়ে আসলে হয়‌তো কিছু মালামাল রক্ষা করা যেত ।

এ বিষয় ক্ষতিগ্রস্ত আরিফ তালুকদার মুঠোফোনে বলেন, আমি বিরোধী দলের রাজনীতির সাথে জরিত থাকায় গত কয়েকমাস ধরে বাড়িতে থাকি না। ঘটনার সময় আমার পরিবারের কেউ বাসায় ছিল না। আগুন কিভাবে লেগেছে জানি না তবে প্রতিবেশীরা ফোন করে বলেছে আগুন লাগার পরে তারা কয়েকজনকে দৌঁড়ে যেতে দেখেছে। আগুনে আমার ঘরের মূল্যবান আসবাবপত্র সব পুড়ে গেছে। এতে আমার নগদ অর্থসহ প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে নলছিটি থানার অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী ব‌লেন, খবর পেয়ে ঘটনাস্থ‌লে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোন লিখিত অভিযোগ পাইনি, পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

ইমাম বিমান, ঝালকাঠি

আরো পড়ুন : নির্বাচন পরবর্তী সহিংসতায় গাইবান্ধায় উপজেলা চেয়ারম্যানের ওপর হামলা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *