নাটোরে ট্রেন লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

অর্থনীতি জনদুর্ভোগ জাতীয় প্রচ্ছদ ভ্রমণ হ্যালোআড্ডা

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলায় মালবাহী ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (২২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার আব্দুলপুর জংশনের সিগন্যাল পয়েন্টে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আব্দুলপুর রেল স্টেশনের সহকারী মাস্টার জিয়াউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, লালমনিরহাট থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটি দুপুর দেড়টার দিকে উপজেলার আব্দুলপুর জংশনের সিগন্যাল পয়েন্টে পৌঁছায়। এরপরই বিকট শব্দে ওই ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায়। এতে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

তবে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শেষ করলেই ওই রুটে ট্রেন চলাচল ফের স্বাভাবিক হবে বলে জানান ওই সহকারী স্টেশন মাস্টার।

নাটোর রেল স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার কামরুন্নাহার জানান, লালমনিরহাট থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটি আব্দুলপুর জংশনের সিগন্যাল পয়েন্টে লাইনচ্যুত হয়েছে। ইতোমধ্যে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

আরো পড়ুন : মির্জা ফখরুলের জামিন না মঞ্জুর করল আদালত

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *