নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : নবগঠিত যুক্তফ্রন্টের সভাপতি ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম সংসদ নির্বাচনে অংশ নেবেন ঘোষণা দেওয়ায় তাকে তার নিজ এলাকা চট্টগ্রামের হাটহাজারীতে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি। হাটহাজারী উপজেলা বিএনপি এবং পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ ঘোষণা দেয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ ও সদস্যসচিব গিয়াসউদ্দিন এক বিবৃতিতে বলেন, অবৈধ সরকার ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশ কল্যাণ পার্টি যুক্তফ্রন্ট গঠন করে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়। এতে হাটহাজারী উপজেলা বিএনপি এবং জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। মেজর জেনারেল (অব.) ইবরাহিম শেষ বয়সে এসে লোভ-লালসায় লালায়িত হয়ে অনৈতিক সুযোগ-সুবিধা গ্রহণ করে এই ঘৃণিত কাজ করেন। ইবরাহিমের নির্বাচনে কাজ করতে গিয়ে হাটহাজারী বিএনপি এবং অঙ্গ সংগঠনের বহু নেতা-কর্মী হামলা মামলা এবং নির্যাতনের শিকার হলেও তিনি কারও খোঁজখবর নেননি। তাই দ্ব্যর্থহীনভাবে বলা যায়, মোনাফেকি এবং বেইমানি তার মজ্জাগত। বিবৃতিতে বলা হয়, হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি পরিবারের কেউ ইবরাহিমকে কোনো রকম সহযোগিতা করলে বা যোগাযোগ রাখলে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আরো পড়ুন : সোনালি আঁশেই নির্বাচন করবে তৃণমূল বিএনপি