নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন, ট্রেন ছেড়ে দিয়েছে।
আমরা বলতে চাই নির্বাচনি ট্রেনে শুধু তৃতীয় শ্রেণিতেই যাত্রী আছে। প্রথম শ্রেণিতে কোনো যাত্রী নেই। অতএব সেই ট্রেন পথিমধ্যেই লাইনচ্যুত হবে।
গতকাল ভার্চুয়ালি এক সভায় এ কথা বলেন তিনি। জয়নুল আবদিন ফারুক আরও বলেন, আমি আর ডামি নির্বাচন করে প্রধান নির্বাচন কমিশনসহ কমিশনকে জবাব দিতে হবে জনতার আদালতে। নির্বাচন কমিশন ডিসি, এসপি, ওসি, ইউএনও বদলি করে অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে বলে জনগণকে বিশ্বাস করাতে পারবে না। ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে খুশি করার জন্য আপনারা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে জনগণের চোখে হেয় করে ফেলেছেন। জনগণের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে তাদের ট্যাক্সের কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। এ টাকা খরচ করার জন্য নির্বাচন কমিশনকে এক দিন জবাবদিহি করতে হবে। ইসির উদ্দেশে ফারুক আরও বলেন, তফসিল বন্ধ করে এ মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করা। দাবি আদায় পর্যন্ত আন্দোলন চলবে।
আরো পড়ুন : আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতা না হওয়ায় জাতীয় পার্টিতে উৎকণ্ঠা