কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে হোটেলে জরিমানা করতে গিয়ে সিআইডি অফিসার পরিচয় দেওয়া রুবেল মিয়া (২১) নামে এক প্রতারককে আটক করা হয়েছেন।
বুধবার সন্ধায় গাড়াগ্রাম বাসষ্ট্যান্ডে স্থানীয়রা তাকে আটক করেন।রুবেল মিয়া রণচন্ডী ইউনিয়নের কিশামত গ্রামের হামিদুল ইসলামের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, ইফতারির সময় রুবেল মিয়া গাড়াগ্রাম বাসষ্ট্যান্ড মোড়ের আইয়ুব আলীর খাবার হোটেলের ভিতরে ঢুকেন। সেখানে সিআইডি অফিসার পরিচয় দিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের দায়ে হোটেল মালিকের কাছে ২০ হাজার টাকা দাবি করেন।
এতে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনা স্থলে এসে তার কাছ থেকে সিআইডির ভুয়া জুনিয়র অফিসারের আইডি কার্ড, ষ্ট্যাম্পের ফটোকপি ও দুইটি মোবাইল ফোন জব্দ করে তাকে থানায় নিয়ে যায়।
কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হোটেল মালিকের দাখিলকৃত এজাহারের পরিপ্রেক্ষিতে আটক ভুয়া সিআইডি অফিসারের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
আরো পড়ুন : কলকাতায় প্রথমবারের মতো গঙ্গার নিচ দিয়ে পাড়ি দিল মেট্রোরেল