টানা সাত বারের মতো জয়ী মাদারীপুরের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটনের ওপরই আস্থা রাখল আওয়ামী লীগের সংসদীয় কমিটি। একাদশ সংসদের চিফ হুইপ নূর- ই- আলম চৌধুরী দ্বাদশ সংসদেও একই দায়িত্ব সামলাবেন।
বুধবার নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পর আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
এর আগে দলীয় প্রধান শেখ হাসিনাকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছে দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ। এর ফলে টানা চতুর্থবারের মত সংসদ নেতা নির্বাচিত হলেন তিনি।
আওয়ামী লীগের সংসদ সদস্যরা দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বেলা ১০টার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নেন। পরে সংসদ ভবনেই আওয়ামী লীগের সংসদীয় দলের সদস্যদের বৈঠক বসে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন সংসদ নেতা হিসেবে। একাদশ সংসদের চিফ হুইপ নূর- ই- আলম চৌধুরী লিটন তাতে সমর্থন জানান। পরে তা সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।
মাদারীপুর-১ আসন থেকে সপ্তমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন নূর-ই-আলম চৌধুরী। মোট ১০২ ভোটকেন্দ্রে ১লাখ ৯৬ হাজার ৭শত ৩১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি (লাঙ্গল) মো. মোতাহার হোসেন সিদ্দিকী পেয়েছেন ১ হাজার ৮ শত২৬ ভোট এবং বাংলাদেশ তরিকত ফেডারেশনের ফুলের মালা প্রতীকের মো. তোফাজ্জেল হোসেন খান পেয়েছেন ১ হাজার ৩৪ ভোট।
উল্লেখ্য, শিবচর উপজেলায় মোট ভোটার ৩ লাখ ১ হাজার ৯৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৩৭৯ জন, ১ লাখ ৪৩ হাজার ৭১৩ জন নারী ভোটার ও হিজড়া ৩ জন।
নূর-ই আলম চৌধুরী লিটনের ছোট ভাই নিক্সন চৌধুরী ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য। তাদের বাবা ইলিয়াস আহমদ চৌধুরী ওই আসনের এমপি ছিলেন।
নতুন নিয়োগ পাওয়া চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ১৯৯১ সাল থেকে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য। তিনি গত সংসদের সংসদ কমিটি ও বেসরকারি সদস্যদের বিল এবং বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।এর আগে দশম সংসদে চিফ হুইপ ছিলেন আ স ম ফিরোজ। আর নবম সংসদে চিফ হুইপের দায়িত্ব পালন করেন উপাধ্যক্ষ আবদুশ শহীদ।