পরিচালক নয় অভিনেতা হবেন সাইফ-পুত্র ইব্রাহিম, ফাঁস করলেন সারা

প্রচ্ছদ বলিউড বিনোদন

বিনোদন ডেস্ক : গত বছর আগস্টে জানা গিয়েছিল, সাইফ আলী খানের পুত্র ইব্রাহিম আলী খান বলিউডে নাম লেখাচ্ছেন। তখন খবর ছিল, ছবিটিতে পরিচালক করণ জোহরের সহকারী হিসেবে কাজ করবেন ইব্রাহিম। ধারণা করা হচ্ছিল, সাইফ-পুত্র হয়তো বাবার পথে হাঁটবেন না। শাহরুখ-পুত্র আরিয়ান খানের মতো ইব্রাহিমও পরিচালক হবেন। তবে নতুন খবর, ইব্রাহিম অভিনেতা হিসেবে সিনেমায় নাম লিখিয়েছেন। শুধু তা-ই নয়, গোপনে সিনেমার শুটিংও শেষ করেছেন বলে জানিয়েছেন বোন সারা আলী খান। খবর এনডিটিভির

চলতি বছর ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন সারা আলী খান। সেখানে প্রথমবার লালগালিচায় হাঁটেন এই অভিনেত্রী। সাদা-কালো শাড়ি মতো দেখায়—এমন স্টাইলের পোশাক পরে লালগালিচায় পা রেখে নেটিজেনদের নজর কাড়েন সারা। সেই ছবি সারা ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছিলেন, ‘জেব্রার মতো মনে হচ্ছে। তবে ভুলেও তোমার লাইন ক্রস কোরো না।’

তবে পোশাকের বিতর্ক নয়, সাক্ষাৎকারে সারা দিলেন ভাইয়ের অভিনয়ের খবর। সারা এনডিটিভিকে বলেন, ‘সে মাত্রই অভিনেতা হিসেবে প্রথম সিনেমার শুটিং শেষ করেছে। এটা আমার কাছে অবিশ্বাস্যই মনে হয়েছে। তবে সে করেছে।’
ইব্রাহিমের সিনেমায় অভিষেকর কথা জানালেও সিনেমার নাম, পরিচালক বা সহ-অভিনেত্রীর নাম বলেননি সারা।

এই সময় সারা আরও বলেন, ‘আমাদের দুই ভাই-বোনের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ। সেটা স্কুল থেকে কিংবা শুটিং থেকে ফেরার পরে সবচেয়ে বেশি বোঝা যেত। এই আত্মবিশ্বাসই তাকে এগিয়ে নিয়েছে। মাঝেমধ্যেই বুঝি, আমি এখনো মায়ের হৃদয়ে আছি। কারণ, সেই একইভাবে আমি ইব্রাহিমকেও দেখি।’

এর আগে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেমকাহিনি’ সিনেমার সহকারী পরিচালক হিসেবে নাম লিখিয়েছেন ইব্রাহিম। সিনেমাটি ২৮ জুলাই মুক্তি পাবে।
দুই ভাই-বোনের বয়সের ব্যবধান পাঁচ বছর। শৈশবেই তাঁদের খেলাধুলার বয়সেই মা-বাবার বিচ্ছেদ দেখতে হয়। পরে মায়ের সঙ্গে দুই ভাই-বোন বেড়ে উঠেছেন। ২০১৮ সালে ‘কেদারনাথ’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় সারা আলী খানের।
১৯৯১ সালে সাইফ আলী খান ও অমৃতা সিং বিয়ে করেছিলেন। ১৩ বছর পর তাঁদের বিচ্ছেদ হয়।

আরো পড়ুন : প্রথম হজ ফ্লাইট আজ শনিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *