পলাশবাড়ীতে গণ পিটুনিতে নিহত হলেন শিশু বায়োজিদ হত্যার অন্যতম আসামি শিরিকুল 

আইন-আদালত ক্রাইম নিউজ জনদুর্ভোগ পুরুষ প্রচ্ছদ শিশু অধিকার শিশু নির্যাতন শিশু/কিশোর হ্যালোআড্ডা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার চার বছরের শিশু বায়োজিদ হত্যার অন্যতম আসামি শিরিকুল ইসলামকে গণ পিটুনিতে নিহত হয়েছে। গত ১৪ অক্টোবর শনিবার রাত সাড়ে আটটার দিকে পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্দা চৌরাস্তা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, স্থানীয় চৌরাস্তা বাজারের একটি রেস্তোরায় শিশু বায়োজিদ হত্যার অন্যতম আসামি শিরিকুল অবস্থান করেছে এমন খবরে এলাকার বিক্ষুদ্ধ শতাধিক জনতা ওই রেস্তোরায় শিরিকুলকে ধরে ফেলে। পরে তাকে টেনে হেঁচড়ে রাস্তায় এনে গণপিটনী দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিরিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে আটক করেছে পুলিশ৷ঘটনার পরথেকে ঐ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উল্লেখ্য গত ১৩ ই মে উপজেলার বালুখোলা প্রামের তাহেরুল ইসলামের শিশু পুত্র বায়োজিদ হোসেনের নিখোঁজের পাঁচদিন পর খন্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঐ মামলার অন্যতম আসামি ছিলেন নিহত সিরিকুল৷

ফারুক হোসেন, গাইবান্ধা

আরো পড়ুন : ট্রান্স ফ্যাটমুক্ত খাদ্য হৃদরোগ ঝুঁকি কমাবে

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *