পাহাড়ে মা’র সাথে ছেলে আর মা’র সাথে মেয়ে এইচএসসি পাস

নারী প্রচ্ছদ শিক্ষা সফলতার গল্প

খাগড়াছড়ি প্রতিনিধি : পাহাড়ে সন্তানদের সঙ্গে এইচএসসি পাস করলেন দুই মা। খাগড়াছড়ির পানছড়িতে মা-ছেলে ও মা-মেয়ের এইচএসসি পাসে এলাকায় খুশির জোয়ার বইছে। জানা গেছে, এবারের ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেন মা মানেক পুতি চাকমা ও ছেলে সুমেন চাকমা। একইভাবে অংশ নেন মা রাবিয়া আক্তার ও মেয়ে ইসরাত জাহান। ফলাফলে দুই সন্তানের সঙ্গে দুই মা এইচএসসি পাস করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। মানেক পুতি চাকমা পানছড়ি উপজেলার ২ নম্বর চেংগী ইউপির রত্নসেন পাড়ার সুলেন্দু বিকাশ চাকমার সহধর্মিণী। মা মানেক পুতি দিঘীনালা কলেজের উন্মুক্ত থেকে জিপিএ ৩.৬৭ পেয়ে এবং ছেলে সুমেন পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ ৩.৩৩ পেয়ে পাস করে। ছেলে সুমেন জানায়, মায়ের লেখাপড়ার আগ্রহ তাকে উৎসাহিত করে। মা সামনে ডিগ্রি অর্জন করবে এটাই তার আশা।

অপরদিকে রাবিয়া আক্তার ৩ নম্বর পানছড়ি ইউপির ইসলামপুর গ্রামের মো. ইকবাল হোসেনের সহধর্মিণী। মা রাবিয়া আক্তার খাগড়াছড়ি সরকারি কলেজের উন্মুক্ত থেকে জিপিএ ৩.৮৯ আর মেয়ে ইসরাত জাহান খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে জিপিএ ৪.০০ পেয়ে পাস করেছেন।

পাড়া কেন্দ্রে শিক্ষকতার পাশাপাশি প্রাইভেট-টিউশনি নিয়ে ব্যস্ত থাকত রাবিয়া। এরপরও অদম্য ইচ্ছে শক্তি তাকে দমাতে পারেনি। ভবিষ্যতে উচ্চতর ডিগ্রি গ্রহণের ইচ্ছেও রয়েছে তার। মা-মেয়ের এমন ফলাফলে মা-বাবা দুজনেই খুশি।

আরো পড়ুন : চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরের পথে মির্জা ফখরুল

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *