ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সহিংসতায় পুলিশ কনস্টেবল মো. আমিরুল ইসলাম পারভেজ হত্যা মামলার অন্যতম আসামি সুনামগঞ্জ জেলা যুবদল সভাপতি আনসার উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ শুক্রবার তাকে সিলেট থেকে গ্রেফতারের বিষয়টি জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।
তিনি জানান, গত ২৮ অক্টোবর ঢাকায় সহিংসতায় পুলিশ সদস্য কনস্টেবল আমিরুল হত্যা মামলার অন্যতম আসামি সুনামগঞ্জ জেলা যুবদল সভাপতি আনসার উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব-৯। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে পুলিশ কনস্টেবল আমিরুল হত্যার মূল আসামি আপন আহম্মেদকে (৪৫) গতকাল বৃহস্পতিবার পটুয়াখালীর গলাচিপা থেকে গ্রেফতার করা হয়। গভীর রাতে গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকায় আনা হয়।
আরো পড়ুন : আজ ৩ নভেম্বর: আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত