প্রতিহিংসা থেকেই খালেদা জিয়াকে জেলে পাঠানোর কথা বলেছেন

জনপ্রতিনিধি প্রচ্ছদ মুক্তমত রাজনীতি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক প্রতিহিংসা থেকেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানোর কথা বলেছেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শুক্রবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুল এ মন্তব্য করেন। এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ নানা বিষয়ে কথা বলেন তিনি।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাজধানীতে জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় শেখ হাসিনা বলেন, ‘বিএনপি বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠিয়ে দেওয়া হবে।’

প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘তার (প্রধানমন্ত্রী) এ উক্তি থেকেই প্রমাণিত হয়েছে, তারা কতটা প্রতিহিংসাপরায়ণ। তারা যে গণতন্ত্রে বিশ্বাস করে না, বিচার ব্যবস্থার স্বাধীনতায় বিশ্বাস করে না, সেটা আবারও প্রমাণিত হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এ ধরনের উক্তি করেছেন প্রধানমন্ত্রী। এমন সময় তিনি এসব কথা বলেছেন, যখন দেশে গণতন্ত্রের জন্য আন্দোলন শুরু হয়েছে, যখন দেশের মানুষ তাদের অধিকার রক্ষার জন্য আন্দোলন করছে।’

বিএনপির মহাসচিব আরও বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) যদি মনে করে থাকেন গণতন্ত্রের আন্দোলনকে ব্যাহত করবেন বা দমন করবেন, তাহলে তিনি সঠিক জায়গায় বাস করছেন না। কারণ জনগণের যে আন্দোলন শুরু হয়েছে, তা আর দমানো সম্ভব হবে না। মানুষ অধিকার রক্ষার জন্য আন্দোলন করছে, সংগ্রাম করছে। এখানে হুমকি-ধমকি দিয়ে কোনো কাজ হবে না।’

ফখরুল বলেন, ‘বাড়াবাড়ি করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। বাড়াবাড়ি তো করছে রাষ্ট্র, বাড়াবাড়ি করছে আওয়ামী লীগ সরকার। তারাই আজ রাষ্ট্রীয় সন্ত্রাস সৃষ্টি করে গণতন্ত্রকে ধ্বংস করেছে। তারা আজ বাড়াবাড়ির মাধ্যমে তাদের আওয়ামী সন্ত্রাসীদের ব্যবহার করে আমাদের সভা-সমাবেশ করার সাংবিধানিক অধিকারে বাধা সৃষ্টি করছে। বাড়াবাড়ি বলতে কী বোঝাতে চেয়েছেন, তিনি উত্তর দেবেন। আমরা এগুলো অনেক দেখেছি, আর কোনো ফাঁদে পা দিতে চাই না।’

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই—দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। সে জন্য এ সরকারকে সরাতে হবে। দেশে গণতন্ত্রের কবর রচিত হয়েছে। এখান থেকে বাঁচতে হলে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এ সরকারকে বিদায় জানাতে হবে। জনগণ এবার যে কোনো ত্যাগের বিনিময়ে গণতন্ত্র ফিরিয়ে আনবে। আমি বিশ্বাস করি, এখানে গণঅভ্যুত্থান সৃষ্টির মধ্য দিয়ে তাদের (সরকার) সরে যেতে হবে। সে কারণে আমরা অনেকবার বলেছি—এখনো সময় আছে, নিরাপদে সরে যান। তা না হলে পালাবার পথ খুঁজে পাওয়া যাবে না।’

আরো পড়ুন : প্রয়োজনে মরব, জেলে যাব তবুও দেশ ছেড়ে পালাব না।

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *