প্রধানমন্ত্রীকে হত্যা হুমকির মামলায় ফরিদপুর জেলহাজতে আবু সাইদ চাঁদ

আইন-আদালত ক্রাইম নিউজ জনপ্রতিনিধি পুরুষ প্রচ্ছদ রাজনীতি হ্যালোআড্ডা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে ফরিদপুরে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। ফরিদপুরের আদালতে দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের কয়েদি গাড়িতে তাঁকে আদালতে আনা হয়। এরপর আদালতের বিচারক তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠান।

২৩ মে ফরিদপুর ১ নম্বর আমলি আদালতে (সদর) মানহানি ও ডিজিটাল নিরাপত্তা আইনে আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মামলাটি করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। বাদী পক্ষের আইনজীবী জাহিদ ব্যাপারি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মানহানি (পেনাল কোডের ৫০০/৫০১) ও ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে এ অভিযোগ করা হয়। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরুণ বাছাড় তাঁকে হাজিরের নির্দেশ দেন। এরপর তাঁকে মঙ্গলবার আদালতে হাজির করা হলে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এদিকে আবু সাঈদ চাঁদকে হাজিরের দিনে আওয়ামী লীগের নেতারা আদালত চত্বরে ভিড় করেন। এ সময় তাঁরা চাঁদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

আরো পড়ুন : পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন মির্জা ফখরুল

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *