প্রবাসের আড্ডায় বাংলাদেশ!

প্রচ্ছদ প্রবাস মুক্তমত হ্যালোআড্ডা

১৯৪৭, ’৫২, ’৭১, ’২৪ বারবার উঠে দাঁড়িয়েছে বাংলাদেশ: এমরান হোসাইন, ক্যানসাস, যুক্তরাষ্ট্র

বাঙালি আড্ডাপ্রিয়। প্রবাসে হাড়ভাঙা পরিশ্রমের পরও চারজন একসঙ্গে হলে তো কথা নেই। রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ক্যানসাস রাজ্যের উচিটা শহরের বাঙালি রেস্টুরেন্ট দেশি কারিতে ‘কোন পথে বাংলাদেশ’ নিয়ে চায়ের কাপে ঝড়তোলা আড্ডা জমে ওঠে। এতে অংশ নেন উচিটা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট মাহপেরা করিম, বর্তমান সভাপতি চঞ্চল আজাদ, ভাইস প্রেসিডেন্ট রেজাউল করিম টিপু, সাঈদ বখতিয়ার, প্রকৌশলী রুপেন দেব, আশরাফ, ওয়াশিংটন থেকে উচিটায় ছুটে আসা আনওয়ার জামাল, কামাল হাসান, মাহবুব উর রহমান সুমন।

আড্ডায় কথার পিঠে কথা চলতে থাকে। আড্ডায় অংশ নেওয়া পঞ্চাশোর্ধ্ব সবার জীবনে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক বিরল ঘটনা বলে স্বীকার করেন। তাঁরা বলেন, পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বিরল। একটা স্বাধীন দেশ দ্বিতীয়বার আবার নতুন করে স্বাধীনতা পেয়ে নব–উদ্যমে যাত্রা শুরু করল। দেশটির নাম বাংলাদেশ। ৫ আগস্ট ২০২৪ বাংলাদেশে ১৫ বছরের দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতন হয়েছিল। শত শত তরুণ-তরুণী পিচঢালা রাজপথে নিজের তাজা প্রাণ ঢেলে দিয়ে আবারও প্রমাণ করল, আমরাও পারি। উপমহাদেশের এ অঞ্চলের মানুষের হাজার বছরের ইতিহাসের পরতে পরতে ঘুরে দাঁড়ানোর ইতিহাস রয়েছে। ঐতিহাসিকভাবে ১৯৪৭, ’৫২, ’৭১, ’২৪ বারবার উঠে দাঁড়িয়েছে বাংলাদেশ। ’২৪–এর সফল গণ–অভ্যুত্থানে দিশাহারা জাতির হাল ধরতে তরুণদের ডাকে ছুটে এলেন বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ব্যক্তিত্ব অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পাঁচ মাস চলে গেল। দেশি-বিদেশি নানা ধরনের চক্রান্ত-ঘটনা লেগে আছে। মাঠের রাজনীতিতে সরব তরুণেরা এগিয়ে রয়েছে। বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি ও সর্বোচ্চ এফোর্ট দিয়ে যাচ্ছে। আগের চেয়ে অনেক ম্যাচিউরড রাজনীতিবিদ হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তৃণমূল নেতা-কর্মীদের উজ্জীবিত করতে সুদূর যুক্তরাজ্য থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বক্তব্য রেখে চলেছেন। সমানতালে গ্রামগঞ্জে চষে বেড়াচ্ছে জামায়াতে ইসলামী। ব্যক্তিকেন্দ্রিক দলগুলোও পিছিয়ে নেই। সব দল এ অন্তর্বর্তীকালীন সরকারের ভালো কাজের প্রশংসা করে যাচ্ছে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া নিয়ে বাংলাদেশে রাজনৈতিক দৈন্য প্রকাশ পেয়েছে বলে আড্ডায় স্পষ্ট হয়েছে। একবাক্যে সবাই শেখ হাসিনার ১৫-১৬ বছরের অগণতান্ত্রিক বর্বর-নিষ্ঠুরতাকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসার ওপর জোর দেন। পাশাপাশি ভারতের সঙ্গে নায্যতার ভিত্তিতে সম্পর্ক নবায়নের ওপর নজর দেওয়া জরুরি বলে মনে করেন।

সর্বশেষ আড্ডায় ইতি টানা হলো এভাবে, এত রক্তের বিনিময়ে পাওয়া দ্বিতীয় স্বাধীনতা রক্ষা করতে সামরিক-বেসামরিক যৌথ নাগরিক সুরক্ষায় জনসচেতনতা তৈরির লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করে যেতে হবে। গণতান্ত্রিক সমাজে প্রতিদিন দাবিদাওয়া নিয়ে লোকজন জড়ো হবে, কথা বলার স্বাধীনতা (ফ্রিডম স্পিস) দিতে হবে, সংবাদপত্র-সাংবাদিকদের দুহাত খুলে লেখার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এভাবে দৃশ্যমান হয়ে উঠবে একটি সুন্দর গণতান্ত্রিক সমাজব্যবস্থা।

সুত্র- প্রথম আলো

**পরবাসের গল্প, পরবাসের ভ্রমণকাহিনি, পরবাসের ভিডিও, পরবাসের  ছবি, পরবাসের লেখা ও নানা আয়োজনের গল্প পাঠান oknews24bd@gmail.com এ

আরো পড়ুন : বছরের শেষ সূর্যকে বিদায় জানাতে কক্সবাজার সমুদ্রসৈকতে লাখো পর্যটক

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *