ফখরুল-খসরুর কারামুক্তিতে বাধা রইলনা

আইন-আদালত জনপ্রতিনিধি পুরুষ প্রচ্ছদ লাইফ স্টাইল হ্যালোআড্ডা

প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে রমনা থানায় করা মামলায় জামিন পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের তাদের জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।

মির্জা ফখরুলের আইনজীবীরা জানান, অন্য সব মামলায় আগেই জামিন হয়েছে। এখন বিএনপি মহাসচিবের মুক্তি পেতে আইনগত কোনো বাধা নেই।

গত ২৮ অক্টোবরের ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১টি এবং আমীর খসরুর বিরুদ্ধে ১০টি মামলা হয়। এই একটি মামলা ছাড়া বাকি সব মামলায় এরই মধ্যে সিএমএম আদালত থেকে তারা জামিন পান। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় তাদের আজ জামিন মঞ্জুর করেন আদালত।

আরো পড়ুন : আজ ১৪ ফেব্রুয়ারি : আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *