ফের করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, শনাক্ত ২৩০ জন, মৃত্যু ২

জনদুর্ভোগ জাতীয় প্রচ্ছদ লাইফ স্টাইল স্বাস্থ্য কথা

স্টাফ রিপোর্টার: দেশে ফের করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ২৩০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ২১৮ জনই ঢাকা মহানগরীর বাসিন্দা। এ সময়ে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৪১ হাজার ৪৭০ জনে। আর মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৫৭ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে ২ হাজার ৯৭২টি নমুনা সংগ্রহ, পরীক্ষা করা হয় ২ হাজার ৯৬৭টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭ দশমিক ৭৫ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ৬৭ জন।

এ নিয়ে মোট সুস্থরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৭ হাজার ৩৭৬ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৩ শতাংশ।

আরো পড়ুন : গোমস্তাপুরে পিতার ইটের আঘাতে পুত্রের মৃত্যুর

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *