বইমেলায় মুজিব গ্রাফিক নভেল মুজিবের ১০ খণ্ড কিনলেন প্রধানমন্ত্রী

প্রচ্ছদ শিল্প-সাহিত্য হ্যালোআড্ডা

নিজস্ব প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী নিয়ে নির্মিত গ্রাফিক নভেল ‘মুজিব’ প্রকাশিত হয়েছে ১০ খণ্ডে। বুধবার অমর একুশে বইমেলার প্রথম দিন উদ্বোধন অনুষ্ঠান শেষে সিআরআইয়ের স্টলে এসে বাবাকে নিয়ে নির্মিত গ্রাফিক নভেলের সব কটি খণ্ড একসঙ্গে কিনলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। সিআরআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছর আয়োজিত একুশে বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) স্টল আছে।

সেখানে সিআরআই প্রকাশিত বিভিন্ন বই ও পলিসি ম্যাগাজিন হোয়াইটবোর্ডের প্রতিটি সংখ্যা পাওয়া যাচ্ছে। এখানেই পাওয়া যাচ্ছে গ্রাফিক নভেল মুজিবের ১০ খণ্ড। চাইলে এক সেট হিসেবে যেমন ১০ খণ্ড কেনা যায়, আবার পৃথকভাবেও প্রতিটি খণ্ড কেনা যাবে।

বইমেলা পরিদর্শনকালে গ্রাফিক নভেলের সব কটি খণ্ড একসঙ্গে কিনে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এর বিনিময়ে এক হাজার টাকা দেন। মুজিব গ্রাফিক নভেলের প্রতিটি সংখ্যা খুঁটিনাটি দেখে দেন শেখ হাসিনা। এই নভেলের প্রকাশক সিআরআই।

বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র ওপর ভিত্তি করে ২০১৫ সালের ১৭ মার্চ প্রকাশিত হয় গ্রাফিক নভেল মুজিবের প্রথম খণ্ড। ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি দশম খণ্ডের মাধ্যমে সমাপ্ত হয় গ্রাফিক নভেল ‘মুজিব’। এই গ্রাফিক নভেল ইংরেজি ও জাপানি ভাষায় অনুবাদ করা হচ্ছে। এই গ্রাফিক নভেলের প্রতিটি খণ্ডের খুচরা মূল্য ১৫০ টাকা এবং একত্রে ১০ খণ্ড মেলায় বিক্রি হচ্ছে এক হাজার টাকায়।

শুরু থেকেই সিআরআই ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিকের তত্ত্বাবধানে চলে গ্রাফিক নভেল ‘মুজিব’-এর প্রকাশনা। বইটির সম্পাদক শিবু কুমার শীল এবং কার্টুনিস্ট হিসেবে ছিলেন সৈয়দ রাশাদ ইমাম।

আরো পড়ুন : পৈতৃক ভিটায় এসে আবেগাপ্লুত ভাষাসৈনিক শামছুল হকের দুই মেয়ে

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *