বগুড়ায় গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে আইনজীবীর সহকারীকে হত্যার অভিযোগ

ক্রাইম নিউজ পুরুষ পুরুষ অধিকার প্রচ্ছদ মুক্তমত হ্যালোআড্ডা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া : বগুড়ায় আদালত ফটক থেকে একজন আইনজীবীর সহকারীকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে তুলে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম হাবিবুর রহমানের ওরফে হাবিব (৩৬)। তিনি বগুড়া আদালতের জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জুরুল ইসলাম ওরফে মঞ্জুর সহকারী ও সম্পর্কে ভাগনে। হাবিবুর বগুড়ার শাজাহানপুর উপজেলার জোড়া দামারপাড়া গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।

আইনজীবী মঞ্জুরুল ইসলাম বলেন, ‘আমার সহকারী হিসেবে আদালতে কাজ করতেন হাবিবুর। তাঁর বিরুদ্ধে থানায় কোনো মামলা বা অভিযোগ নেই। মঙ্গলবার আদালতে কাজ শেষে সন্ধ্যা পৌনে ছয়টায় বাড়ির উদ্দেশে বের হলে আদালত ফটক থেকে ডিবি পুলিশ তাঁকে গাড়িতে তুলে নেয়।’ তিনি অভিযোগ করেন, হাবিবুরকে ডিবি কার্যালয়ে নেওয়ার পর বিনা দোষে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। রাত নয়টা পর্যন্ত হত্যার বিষয়টি গোপন রাখে পুলিশ। তিনি খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখেন, হাবিবুরের নিথর দেহ কাপড়ে ঢেকে রাখা হয়েছে।

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিক আমিন বলেন, সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ডিবি পুলিশ অচেতন অবস্থায় ওই রোগীকে হাসপাতালে আনে। চিকিৎসা শুরুর কিছুক্ষণ পর তাঁকে মৃত ঘোষণা করা হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বগুড়া ডিবির পরিদর্শক মোস্তাফিজ হাসান বলেন, মাস দুয়েক আগে শাজাহানপুর থানায় খুকি বেগম (৬০) নামের এক বৃদ্ধা খুন হন। খুনের মামলা তদন্ত করছে শাজাহানপুর থানা পুলিশ। ডিবি পুলিশ মামলার ছায়া তদন্তে কাজ করছিল। খুনের এই মামলায় একজন বৃদ্ধাকে জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়। ওই বৃদ্ধার দেওয়া তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য হাবিবুরকে আটক করা হয়। ডিবি কার্যালয়ে নেওয়ার পর আটক বৃদ্ধাকে দেখে বুকে ব্যথা অনুভব করেন হাবিবুর। তাঁকে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টা পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, নিখোঁজের দুদিন পর গত ৪ আগস্ট উপজেলার জোড়া বটতলা তালপুকুর পাড়া গ্রামে একটি পুকুরের পাশ থেকে খুকি বেগম (৬০) নামের এক নারীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর ছেলে সাইফুল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
ডিবি সূত্র জানায়, মঙ্গলবার ওই লাশের একটা পায়ের খণ্ডাংশ উদ্ধার করা হয় ও প্রতিবেশী এক বৃদ্ধাকে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

আরো পড়ুন : স্কুল ডে অনুভূতি -২০২৩: নুজহাত মুশতারী যুহা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *