বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুন দুর্বল হয়ে এখন মিয়ানমারের দিকে

জনদুর্ভোগ জাতীয় প্রচ্ছদ লাইফ স্টাইল হ্যালোআড্ডা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুন বাংলাদেশ থেকে মিয়ানমারের দিকে অতিক্রম করেছে। এটি দুর্বল হয়ে স্থলভাগে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়টি স্থলভাগে আরও অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে দুর্বল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের ভারি বর্ষণের সতর্কবার্তায় বলা হয়েছে, বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মি.মি.) থেকে অতিভারি (৮৯ মি.মি. বা তারও বেশি) বর্ষণ হতে পারে।

আরও পড়ুন: আজ ও আগামীকালের আবহাওয়া জানবেন যেভাবে

অতিভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় হামুনের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে কক্সবাজার শহরের ঘরবাড়ি ও গাছপালাসহ বহু স্থাপনা। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ৭টার দিকে হামুন উপকূল অতিক্রম শুরু করার পর প্রাথমিক আঘাতে কক্সবাজারের বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক বাড়িঘর ও বিদ্যুতের খুঁটি ভেঙে যায়। তবে ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

আরো পড়ুন : ঘূর্ণিঝড় হামুনের ক্ষতি এড়াতে ২২ ঘণ্টা পর নৌ চলাচল স্বাভাবিক

 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *