কানাডার পার্লামেন্টে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছেন দেশটির অটোয়ার অন্টারিও নেপিয়ান অঞ্চলের এমপি চন্দ্র আরিয়া। স্থানীয় সময় মঙ্গলবার পার্লামেন্ট অধিবেশনে বক্তব্যকালে তিনি এই প্রশংসা করেন।
এ সময় স্পিকারের উদ্দেশে চন্দ্র আরিয়া বলেন, স্থিতিশীলতা ও অর্থনৈতিক নীতিমালা ঠিক রেখে গত কয়েক বছরে বাংলাদেশের অর্থনীতির দারুণ উন্নয়ন ঘটেছে। যার ফলে দেশটির লাখ লাখ নাগরিক দারিদ্র্যসীমা থেকে বের হয়ে এসেছে।
বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবকাঠামো খাতে বৈদেশিক বিনিয়োগ দেশটির অর্থনীতিকে আরও বেশি চাঙা করে তুলেছে এবং নাগরিকদের জন্য চাকরির বিভিন্ন সুযোগ তৈরি করেছে।
তিনি আরও যোগ করেন, আমি এই গুরুত্বপূর্ণ সময়ে কানাডাকে পশ্চিমা গণতন্ত্রের নীতি অনুসারে বাংলাদেশকে প্রয়োজনীয় সমর্থন দেওয়ার আহ্বান জানাচ্ছি, যাতে দেশটি ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা এবং স্থিতিশীলতা বজায় রাখতে পারে। এছাড়াও বাংলাদেশের আরও বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য এই সমর্থন প্রয়োজন।
গত গ্রীষ্মে বাংলাদেশ সফরে গিয়েছিলাম উল্লেখ করে চন্দ্র আরিয়া বলেন, সেখানে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছি। আমি বিভিন্ন মন্দির, মঠ ও গির্জা পরিদর্শন ছাড়াও সংখ্যালঘু বহু ধর্মীয় নেতার সঙ্গে দেখা করেছি। এছাড়া বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গেও আমার সাক্ষাৎ হয়েছে।
অঅরো পড়ুন : দেশকে অস্থিতিশীল করার জন্য পোশাক শ্রমিকদের রাস্তায় নামিয়েছে বিএনপি-জামায়াত