নিজস্ব প্রতিবেদক : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে উষ্ণ সম্পর্ক বিরাজমান। এই সম্পর্ক ভঙ্গুর নয়। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামে র্যাডিসন ব্লু হোটেলের মোহনা মিলনায়তনে এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার রাজীব রঞ্জন এ অনুষ্ঠানের আয়োজন করেন।
এতে দুই দেশের সম্পর্কের নানা দিক তুলে ধরে সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘করোনার মতো মহামারির সময় ভারত আমাদের টিকাদান কর্মসূচিতে সহযোগিতা করেছে।’ তিনি আরও বলেন, ‘দুই দেশের সংস্কৃতিও কাছাকাছি। ভারতের পর্যটন, কেনাকাটাসহ বিভিন্ন বিষয়ে আমাদের দেশের মানুষের আগ্রহ রয়েছে। এ ছাড়া চিকিৎসার জন্যও অনেকে ভারতে যান।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার রাজীব রঞ্জন। এ সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্কের নানা দিক তুলে ধরেন তিনি।
সুধী সমাবেশে সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, এম এ লতিফ, শিরীন আক্তার ও খদিজাতুল আনোয়ার, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন শিল্পীরা।
আরো পড়ুন : জামায়াতের কেন্দ্রীয় ও চট্টগ্রাম মহানগরের নায়েবে আমিরসহ ১০৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন