এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে শেষ ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে স্রেফ উড়ে গেল বাংলাদেশ। অথচ প্রথমার্ধে গোল হজম করার পর সমতাও এনেছিল দারুণ হেডের গোলে। শেষ পর্যন্ত ৪-১ গোলে হারলেন জামাল ভূঁইয়ারা। ফলে টানা তৃতীয় হারে বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ।
কুয়ালালামপুরের বুকিত জলিল ন্যাশনাল স্টেডিয়ামে প্রথমার্ধে বাংলাদেশ লড়াই করে ২-১ গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে সেই লড়াকু বাংলাদেশকে দেখা যায়নি। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই বাংলাদেশ গোল হজম করে আরও পিছিয়ে পড়ে।
স্কোরলাইন ৩-১ হলেও বাংলাদেশ গোলের চেষ্টা করে খেলায় ফেরার চেষ্টা করেছে। তবে ফরোয়ার্ডদের গোল করতে না পারার ব্যর্থতায় আর গোল করা হয়নি। উল্টো রক্ষণ ও গোলরক্ষকের ভুলে ৭৩ মিনিটে বাংলাদেশ ৪-১ গোলে পিছিয়ে পড়ে। শেষ পর্যন্ত কোনো গোল না হলে হার মেনে নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
এই হারের ফলে পয়েন্ট টেবিলের তলানিতেই থাকল বাংলাদেশ। এদিকে তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্টে দুই নম্বরে রয়েছে মালয়েশিয়া। আর তিন ম্যাচের তিনটিতেই জিতে সর্বোচ্চ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বাহরাইন। আর তিন নম্বরে থাকা তুর্কেমিনিস্তোনের সংগ্রহ ৩ পয়েন্ট।
আরো পড়ুন : ১৭৯টি অনলাইন নিউজ পোর্টাল বন্ধ হচ্ছে