বাড়তি সুবিধা নিতে সব করলেন ভুয়া মুক্তিযোদ্ধা

আইন-আদালত ক্রাইম নিউজ জনদুর্ভোগ জাতীয় তথ্য-প্রযুক্তি পুরুষ প্রচ্ছদ হ্যালোআড্ডা

শরীয়তপুর প্রতিনিধি: বাড়তি সুবিধা নিতে তথ্য গোপন করে ১০ বছর বাড়িয়ে নতুন এনআইডি তৈরি করায় এক বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মামলা করেছে নির্বাচন কমিশন।

৬ ডিসেম্বর ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রুবায়েত হাসান ভেদরগঞ্জ থানায় বাদী হয়ে মামলাটি করেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, একই ব্যক্তি ২টি এনআইডি তৈরি করেছে। তিনি এক সঙ্গে দুটি সরকারি সুবিধা নিচ্ছেন। তথ্য গোপন করে দুটি জাতীয় পরিচয় পত্র তৈরি করলে ভোটার তালিকা ২০০৯ এর ধারা ১৮/ জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০১০ এর ধারা ১৫ অনুযায়ী ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ধারা ১৫৪ অনুসারে তিনি অপরাধ সংগঠিত করেছেন।

ওই মুক্তিযোদ্ধা প্রথমে ২০০৮ সালে একটি জাতীয় পরিচয় পত্র করেছেন (পরিচয় পত্র নং ২৮৪১৭৮৩১৬৬) পরে মুক্তিযোদ্ধা তালিকায় যাচাইয়ে টিকার জন্য ২০১৭ সালে তথ্য গোপন করে ১০ বছর বাড়িয়ে আরও একটি এনআইডি তৈরি করেছেন (এনআইডি নং ৩৭৫৭৯০০৭২০)।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রুবায়েত হাসান বলেন, অভিযুক্ত ব্যক্তি তথ্য গোপন করে হালনাগাদের সময়ে প্রায় দশ বছর বয়স বাড়িয়ে দ্বিতীয় এনআইডি তৈরি করেছেন। নির্বাচন কমিশন পত্রিকার সংবাদ ও টেলিভিশনের নিউজের মাধ্যমে বিষয়টি জানতে পেরে অভিযুক্ত ব্যক্তির দুইটি এনআইডিই বন্ধ করে দেওয়া হয়। পরে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় নির্বাচন কমিশন থেকে তার বিরুদ্ধে ভোটার তালিকা আইন, ২০০৯ এর ধারা-১৮ এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ এর ধারা ১৫ অনুযায়ী মামলা করার নির্দেশ দেয়। তার প্রেক্ষিতে আমি বাদী হয়ে ভেদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছি। আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ আহমেদ সেলিম বলেন, তথ্য গোপন করে দুটি এনআইডি তৈরি করায় ওই মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. রুবায়েত হাসান বাদী হয়ে মামলা করেন। মামলার এজহারের সাথে কিছু ডকুমেন্ট দেওয়া আছে। মামলাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন : এই মুহূর্তে বাংলাদেশের চঞ্চল-জয়াদের বয়কট করতে বললেন বিজেপি নেতা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *