বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশী যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।
আহত যুবকের নাম সুরুত আলম (৪০)। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ছেঁড়ারমাঠ এলাকায় সীমান্তে পাহাড়ি মোরগ ধরতে যান কয়েকজন যুবক। এ সময় সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি গেলে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে এক যৃবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।
সে ছেঁড়ারমাঠ এলাকার বাচামিয়ার পুত্র। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা বলেন, মাইন বিস্ফোরণে আহত ব্যক্তিকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সীমান্ত এলাকায় পাহাড়ের বন মোরগ ধরতে গিয়েছিল বলে জেনেছি।
প্রসঙ্গত, নাইক্ষ্যংছড়ি সীমান্তে আশারতলী ও মিয়ানমারের অভ্যন্তরে সালুডং এলাকায় স্থলমাইন বিস্ফোরণে গত মাসে দু’জন বাংলাদেশী আহত হয়। সীমান্তপথে চোরাচালান এবং রোহিঙ্গা আনাগোনা ঠেকাতে কাঁটাতারের বেড়া ঘেষে মাইন পুতে রেখেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী।
আরো পড়ুন : ট্রাম্পকে গ্রেপ্তারের মধ্যদিয়ে সৃস্টি হলো মার্কিন রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন দিন