বালুতে তার পায়ের ছাপ- রাহুল রাজ

তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ বিনোদন বিনোদন অন্যান্য মুক্তমত শিল্প-সাহিত্য হ্যালোআড্ডা

নীল নীলিমার ছায়
জলের নূপুর তার পায়।

দূরন্ত বাতাসে উড়ন্ত চুল।
পড়ন্ত বিকেলে দিগন্ত পরে
ফুটন্ত এক জলপরি।

নীল জলের কোল ধরে
বালুতে তার পায়ের ছাপ।
নিঃস্ব পাপমুখে
অভিমানের অনুতাপ।

চোখে ভেসে শোকে ভরা
না বলা সব কথা
শূন্যতায় পূণ্যতা পায়
মনের ভিতর নীরবতা।

অবুঝ ঠোঁট অকপটে
বলতে চায় বারেবারে-
মনের মানুষ আনমনে
কাছে আসুক-
ভালোবাসুক-
খুব যতনে-খুব গোপনে।

আরো পড়ুন : যুক্তরাজ্যে ১৭ হাজারেরও বেশি আশ্রয়প্রার্থী নিখোঁজ, রয়েছেন বাংলাদেশিরাও

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *