বিএনপি নেতা আমানউল্লাহ আমান আবারও হাসপাতালে ভর্তি

প্রচ্ছদ মুক্তমত রাজনীতি লাইফ স্টাইল স্বাস্থ্য কথা হ্যালোআড্ডা

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।

শনিবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে আছেন।
ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কেএম সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে দুপুরে রাজধানীর গাবতলীতে দলীয় কর্মসূচি পালনকালে আহত হয়ে হাসপাতালে যান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। সেখানে তাকে দেখতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি প্রতিনিধি দল। তারা আমানউল্লাহ আমানের জন্য একটি ফলের ঝুড়ি ও সঙ্গে দুপুরের খাবার নিয়ে যান।

পরে বিকালে হাসপাতাল থেকে বের হয়ে একটি গাড়িতে আমানউল্লাহ আমান ফেসবুক লাইভে এসে কথা বলেন।

তিনি বলেন, আহত অবস্থায় হাসপাতালে থাকার সময় ওষুধ দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। এমন সময় কে বা কারা তাকে দেখতে এসেছিল এবং ফলের ঝুড়ি দিয়ে গেছে তা আমি বুঝতে পারিনি। চলমান আন্দোলনে আমার ভূমিকার পিঠে ছুরি মারার জন্য, নেতাকর্মীদের বিভ্রান্ত করার জন্য এই নাটক সাজানো হয়েছে।

আমানউল্লাহ আমান বলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এই আন্দোলনে আছি। এতে মৃত্যু হলেও পিছপা হব না। এ বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

আরো পড়ুন : উত্তরার হাউজবিল্ডিংয়ে ঈগল পরিবহনের বাসে আগুন

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *