রাশিয়ার অপরিশোধিত তেলবাহী ১৪টি ট্যাংকার আটকা পড়েছে দক্ষিণ কোরিয়ার উপকূলে। কয়েক সপ্তাহ ধরে সোকোল গ্রেডের এই ট্যাংকার জাহাজগুলো মার্কিন নিষেধাজ্ঞা ও অর্থ পরিশোধ-সংক্রান্ত জটিলতার কারণে তেল খালাস করতে পারছে না রাশিয়া। খবর রয়টার্সের।
এর মধ্যে আছে ১১টি আফ্রাম্যাক্স জাহাজ ও ৩টি অপরিশোধিত তেলবাহী বড় জাহাজ। এসব জাহাজে মোট ১৩ লাখ ব্যারেলের অপরিশোধিত তেল রয়েছে। হিসাব করলে দেখা যায়, বড় মার্কিন তেল কোম্পানি এক্সনমবিলের সাখালিন-১ প্রকল্পের মাসিক যে উৎপাদন ক্ষমতা, ট্যাংকারগুলোতে তার চেয়ে বেশি তেল আছে।
সাখালিন-১ প্রকল্প ছিল সোভিয়েত-উত্তর যুগের অন্যতম বড় চুক্তি, যা উৎপাদিত তেল ভাগাভাগির ভিত্তিতে হয়েছিল। এক্সনমবিল ২০২২ সালে রাশিয়া ত্যাগ করলে এই প্রকল্পের উৎপাদন প্রায় শূন্যের কোটায় নেমে আসে। এরপর এই প্রকল্পে উৎপাদন এখন পর্যন্ত আগের পর্যায়ে পৌঁছায়নি।
যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়াকে দেওয়া নিষেধাজ্ঞার উদ্দেশ্য ইউক্রেনে যুদ্ধের জন্য মস্কোর রাজস্ব আয়ের পথ সংকুচিত করা, বিশ্ববাজারে রাশিয়ার তেল সরবরাহ ব্যাহত করা এর উদ্দেশ্য নয়। গত বছর যুক্তরাষ্ট্র সোকোল তেল পরিবহনকারী বেশ কিছু জাহাজ ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
আরো পড়ুন : কালো পতাকা মিছিল থেকে বিএনপি’র যে কর্মসূচি