বিমান হামলা চালিয়ে সিরিয়ায় আইএস নেতা হত্যার দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক পুরুষ প্রচ্ছদ হ্যালোআড্ডা

পূর্ব সিরিয়ায় বিমান হামলা চালিয়ে মার্কিন বাহিনী আইএস নেতা উসামাহ আল-মুহাজিরকে হত্যা করেছে বলে দাবি করেছে। রোববার এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, গত শুক্রবার ওই হামলা চালানো হয়। খবর- ফক্স নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, আল-মুহাজির এমকিউ-৯ রিপার ড্রোন হামলায় নিহত হন। সেন্টকম কমান্ডার জেনারেল মাইকেল কুরিলা বলেন, আমরা আইএসের পরাজয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আইএস এই অঞ্চলের (সিরিয়া) বাইরেও একটি হুমকি।

সেন্টকম বলছে, এই হামলায় কোনো বেসামরিক লোক নিহত হয়নি। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্ররা বেসামরিক কেউ আহত হয়েছে কি না তার খোঁজ নিচ্ছে।

জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) একসময় পূর্ব ইরাক থেকে পশ্চিম সিরিয়া পর্যন্ত প্রায় ৮৮ বর্গকিলোমিটার এলাকা দখলে নিয়েছিল। কথিত ‘খেলাফত’ ঘোষণা করে এই বিস্তৃত অঞ্চলের প্রায় ৮০ লাখ অধিবাসীর ওপর আইএস তার ‘শাসনব্যবস্থা’ চাপিয়ে দিয়েছিল।

২০১৯ সালে আইএসকে তার দখল করা শেষ অঞ্চলটি থেকে বিতাড়িত করা হয়। কিন্তু জাতিসংঘ ধারণা করেছে, এখনো সিরিয়া ও ইরাকে ৬ থেকে ১০ হাজার আইএস যোদ্ধা রয়েছেন। তারা বিভিন্ন সময় হামলা চালিয়ে যাচ্ছেন।

আরো পড়ুন : বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে চলছে বিদেশিদের দৌড়ঝাঁপ

 

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *