বিশেষ প্রতিনিধি : বিরল ও জটিল রোগে আক্রান্ত এক শিশুকে বিনা মূল্যে জিনথেরাপি দেবেন রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের (নিনস্) চিকিৎসকেরা। দেশে এ ধরনের চিকিৎসা এটাই প্রথম। যুক্তরাষ্ট্রে এই চিকিৎসার খরচ হয় বাংলাদেশি টাকায় ২২ কোটি টাকা।
আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় এই চিকিৎসা দেওয়া হবে বলে দেশের বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ও নিনস্–এর পরিচালক অধ্যাপক কাজী দীন মোহাম্মদ জানিয়েছেন।
নিনস্ সূত্র জানিয়েছে, স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি একটি বিরল ও জটিল জন্মগত রোগ। রোগটি জিনগত কারণে হয়ে থাকে। রোগে আক্রান্ত শিশুরা বসতে বা দাঁড়াতে পারে না। তবে তাদের বুদ্ধিমত্তা ঠিক থাকে। কিন্তু শ্বাসতন্ত্রের সংক্রমণ ও জটিলতার কারণে এসব শিশু মারা যায়। বাংলাদেশে এই রোগে আক্রান্ত অনেক শিশু আছে।
বহুজাতিক ওষুধ কোম্পানি নোভার্টিস এ রোগের ওষুধ আবিষ্কার করেছে। এই ওষুধ প্রয়োগে শিশুরা সুস্থ হচ্ছে। একটি বৈশ্বিক প্রকল্পের অধীনে নোভার্টিস ওষুধটি পেয়েছে নিনস্। আগামীকাল স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফিতে আক্রান্ত এক শিশুকে এই ওষুধ বা জিনথেরাপি দেওয়া হবে।
আরো পড়ুন : ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অগ্রভাগ আঘাত হেনেছে বাংলাদেশের উপকূলে