বিরামপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ শুরু।
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ বিরামপুরে কৃষকের মাঝে শস্য উৎপাদন ত্বরান্বিত করতে কৃষি বিভাগ বিভিন্ন বীজ ও সার বিতরণ শুরু করেছেন। ১৪ নভেম্বর সমবার উপজেলা চত্বরে নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার শুভ উদ্বোধন করেন। কৃষি কর্মকর্তা নিক্সন চন্দ্র পাল জানান, এবার এই উপজেলায় ৩৯৮০( তিন হাজার নয়শ আশি) জন কৃষেেক সরিষা বীজ ১ কেজি, সার ডিএপি ও এমওপি ২০ কেজি,এভাবে জমির পরিমাণ মাফিক গম,ভুট্টা স‚র্যমুখী,পিয়াজ,মুগডালের বীজ ও সার বিতরণ শুরু হয়েছে। তিনি আরো জানান আগামী এক সপ্তাহ ধরে বিতরণ চলবে, কাজেই নির্দিষ্ট সময়ের মধ্য তালিকা ভ‚ক্ত কৃষকদের এসব সংগ্রহ করার অনুরোধ করেন।
বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত।
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ আগামীতে নিজেকে সু-রক্ষায় ডায়াবেটিসকে জানুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
১৪ নভেম্বর সমবার সকাল ১০ টায় উপজেলার ধানহাটির মোড়ে ডায়াবেটিস সমিতি ও হাসপাতালের আয়োজনে সমিতির সভাপতি পৌর মেয়র আক্কাস আলী মহোদয়ের সভাপতিত্বে ডায়াবেটিস নিয়ন্ত্রণে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির আলোকে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার,বিশেষ অতিথি পঞ্চগড় জেলার সাবেক সিভিল সার্জন ডাঃ ইমার উদ্দিন কায়েস, ডাঃ মাইদুল ইসলাম,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মনছুর আলী বক্তব্য রাখেন। এসময় বিরামপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সহ-সভাপতি ফরিদ হোসেন,প্রচার সম্পাদক রিপন মানিক চৌধুরী, সদস্য মোবারক আলী, আবু তাহের, মিজানুর রহমান, সমিতির সদস্যবৃন্দ ও স‚ধিজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা কলেজের উপাধ্যক্ষ মোঃ মেজবাউল ইসলাম।
জাহিনুর ইসলাম
বিরামপুর, দিনাজপুর
আরো পড়ুন : দিনাজপুরে অল্পের জন্যে বেঁচে গেলো একতা এক্সপ্রেস ট্রেনের অসংখ্য যাত্রীর প্রাণ