বিরামপুরে অনুর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খেলাধুলা প্রচ্ছদ বিনোদন শিক্ষা হ্যালোআড্ডা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুরে উপজেলা শাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১৪ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় বিরামপুর পাইলট স্কুল মাঠে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব- ১৭) এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ ৮টি ফুটবল টিমের সমন্বয়ে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠান ও খেলায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক নুজহাত তাসনীম আওন, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রসুল রাখী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুল হক চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি)মমতাজুল হক, উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, বিরামপুর প্রেসক্লাব (কলেজ বাজার) সভাপতি মোরশেদ মানিক, বিরামপুর প্রেসক্লাব (কলাবাগান) আহবায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শাহ্ আলম মন্ডল, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ারুল হাবিব রিটন, রবিউল করিম বিপ্লব ও সায়েবিন আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধি বাদশাহ মোহাম্মদ নাজ্জাসী, তন্ময় সহ সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দ এবং স্থানীয় সুধী ও দর্শকবৃন্দ। উদ্বোধনী খেলায় পৌরসভা ফুটবল দল পলিপ্রয়াগপুর ফুটবল টিমকে ট্রাইবেকারে হারিয়ে জয়লাভ করে।

জাহিনুর ইসলাম
বিরামপুর, দিনাজপুর।

আরো পড়ুন : গোমস্তাপুরে পুনর্ভবা নদীতে ছাত্রের মরদেহ উদ্ধার

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *