বিরামপুর দিনাজপুর প্রতিনিধি ঃ বিরামপুরে ট্রাক চাপায় এক সাংবাদিক গুরুত্বর আহত হয়েছেন। এসময় ট্রাক আটক করতে গিয়ে চাকার নিচে পড়ে এক পথচারীর মৃত্যু ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের কলাবাগান প্রেসক্লাব মোহনা টিভির বিরামপুর প্রতিনিধি আকরাম হোসেন মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে বাড়ি ফেরার পথে সড়কের কলাবাগান মোড়ে একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় পথচারীরা ট্রাকটি আটকের চেষ্টা করে। সবেদ আলী হুদ্দো (৪৫) নামে একজন ট্রাকের চালকের দরজায় উঠে গেলে তাকে নিয়েই ট্রাক দিনাজপুর অভিমুখে চলতে থাকে। হুদ্দো চিৎকার করতে থাকলে দুর্গাপুর ঢিবি নামক স্থানে হুদ্দোকে ট্রাকের চালক চলন্ত ট্রাক থেকে মহাসড়কে ফেলে দেয়। এতে তার মৃত্যু ঘটে। তিনি পৌর এলাকার টাটকপুর গ্রামের সমশের আলীর ছেলে।
অপরদিকে, গুরুত্বর আহত সাংবাদিক আকরাম হোসেনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর দিনাজপুর হাসপাতালে নেওয়া হয়েছে। আহত সাংবাদিকের সাথে থাকা তার ভাই আকতার হোসেন বলেন, আকরাম হোসেনের মাথা ফেটে গেছে এবং বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর আঘাত পেয়েছেন। বর্তমানে সাংবাদিক আকরাম হোসেন সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। আহত সাংবাদিক আকরাম হোসেন বিরামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং কয়েক বছর ধরে বিরামপুর প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
আহত সাংবাদিক আকরাম হোসেনের সুস্থ্যতার জন্য তার পরিবারের পক্ষ থেকে সকলকে দোয়া করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
জাহিনুর ইসলাম
বিরামপুর, দিনাজপুর।
আরো পড়ুন : ঝালকাঠিতে গভীর রাতের অগ্নিকান্ডে পঁচিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি