বিরামপুরে পঠনদক্ষতা শতভাগ নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা

জাতীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রচ্ছদ লাইফ স্টাইল শিক্ষা হ্যালোআড্ডা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বাংলা বিষয়ে পঠনদক্ষতা শতভাগ নিশ্চিতকরণের লক্ষ্যে বিরামপুর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ ডিসেম্বর) বিরামপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অডিটোরিয়ামে কেটরাহাট ক্লাস্টারের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রেল কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ এর সঞ্চালনায় কেটরাহাট ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা নাজিম উদ্দিন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিনগর ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তা আল সিরাজ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম।

মতবিনিময় সভায় প্রধান অতিথি সকল শিক্ষকদের নিকট প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমে যাওয়ার কারণ জানতে চান। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী বৃদ্ধির জন্য তিনি সকল শিক্ষকদের উদ্দেশ্যে করে বলেন প্রত্যেক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এরিয়া । সকল শিক্ষার্থী যেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করে সে বিষয়ে অভিভাবকদের সাথে যোগাযোগ রাখতে হবে। প্রাথমিক শিক্ষার অন্যতম বাহন মাতৃভাষা। কিন্তু আমাদের প্রাথমিক বিদ্যালয়সমূহের বেশিরভাগ শিশুর বাংলায় পঠন দক্ষতা প্রত্যাশিত মানে পৌঁছুতে পারছে না।শতভাগ পঠনদক্ষতা নিশ্চিতকরণের জন্য শিক্ষকদের আরো সচেতন হতে হবে।

সভা শেষে হরিহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার উন্নয়নে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে ইউনির্ফম প্রদান করার জন্য প্রধান শিক্ষক বিপুল চন্দ্র রায়কে কৃতজ্ঞতা সনদ প্রদান করে। এছাড়াও গত একবছরে কোন নৈমিত্তিক ছুটি না নিয়ে বিদ্যালয়ের পাঠদান অব্যাহত রাখায় পাটনচড়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভাঃপ্রাঃ) হামিদুল ইসলাম ও জোতবানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফা ইয়াসমিনকে কৃতজ্ঞতা জ্ঞাপন সনদ প্রদান করা হয়।

জাহিনুর ইসলাম-বিরামপুর, দিনাজপুর।

আরো পড়ুন : ২০২৪-এ আলোচিত তারকাদের বিয়ে-বিচ্ছেদ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *