বিরামপুর, দিনাজপুর প্রতিনিধি ঃ-বিরামপুর জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ও বিশ্ব যক্ষা দিবসে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। যক্ষা নিয়ন্ত্রণ দিবসের এই দিনে বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের ধানঘরা গ্রামের মুক্তারুল ইসলাম যক্ষা রোগে আক্রান্ত হয়ে বিরামপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে যক্ষ্মা নিয়ন্ত্রণে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়,বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার পরিমল কুমার সরকার, উপজেলাপ: প: কর্মকর্তা ডা: শ্যামল কুমার, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার যথাক্রমে ডা:
সাহারিয়ার ফেরদৌস (হিমেল) ডা: সাহারিয়ার পারভেজ (সজল) ডা: জাকিরুল ইসলাম স্বাস্থ্যকর্মী আফজাল হোসেন, মোতালেব হোসেন, তারিকুল ইসলাম, ব্রাক সংগঠনের সাইফুল ইসলাম, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক সিনিয়র সাংবাদিক মাহমুদুল হক (মানিক) প্রমূখ।
উপজেলা প:প :কর্মকর্তা জানান, বর্তমানে বিরামপুর উপজেলায় যক্ষা রোগীর সংখ্যা ১৬৮জন, মৃগী রোগী ৯ জন।
মোঃ জাহিনুর ইসলাম, বিরামপুর, দিনাজপুর