বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশের এক সদস্য সহ দুইজন নিহত হয়েছে।
মঙ্গলবার(৩ অক্টোবর) রাত ৯ ঘটিকার সময় বিরামপুর পৌর শহরের কলেজ বাজার পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফুলবাড়ি উপজেলার উত্তর লক্ষ্মীপুর জয়নগর গ্রামের আফফার উদ্দিনের ছেলে উপপরিদর্শক মোঃ জহুরুল ইসলাম(৪২) ও তার সঙ্গীএকই উপজেলার লালপুর গ্রামের হবিবুর রহমানের ছেলে সুজন (৪০)। এসআই জহুরুল ইসলাম নীলফামারী জেলার জলঢাকা থানায় এস আই হিসেবে কর্মরত ছিলেন। তিনি মঙ্গলবার রাজশাহী জেলার বিজ্ঞ আদালতের সাক্ষ্য প্রদান শেষে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, মঙ্গলবার রাতে নীলফামারী এলাকা থেকে একটি বাস রাজশাহীতে বরযাত্রী আনতে যাচ্ছিল। একই সময় রাজশাহী বিজ্ঞ আদালতে মামলার সাক্ষী প্রদান শেষে সুজনের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন এসআই জহুরুল। বরযাত্রীবাহী বাসটি কলেজ বাজার পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের সঙ্গে এর মুখোমুখি সংর্ঘষ হয়। এতে দুর্ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী বন্ধু নিহত হন।
দুর্ঘটনা খবর পেয়ে বিরামপুর উপজেলা নির্বাহী অফিস নুজহাত তাসনীম আওন মহোদয় তাৎক্ষণিক নিহতদের দেখতে হাসপাতালে যান এবং নিহত পরিবারকে সান্তনা দেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।
জাহিনুর ইসলাম
বিরামপুর, দিনাজপুর।
আরো পড়ুন : দুই বাংলায় নিয়মিত কাজ করতে চান টি সিরিজের মডেল এনশী মলিক