বিরামপুরে ৬ ইট ভাটায় কোটি টাকার ক্ষতি

অর্থনীতি জনদুর্ভোগ জাতীয় প্রচ্ছদ শিল্প প্রতিষ্ঠান


জাহিনুর ইসলাম- বিরামপুর, দিনাজপুর প্রতিনিধিঃ বিরামপুর উপজেলায় গত শুক্রবার ও শনিবার অসময়ে মাঘের বৃষ্টিতে ৬টি ইট ভাটাতে হাজার হাজার কাঁচা ইট গলে নষ্ট হয়েছে। এতে ভাটা মালিকদের প্রায় কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি করা হয়েছে।
বিরামপুর উপজেলা ইট ভাটা মালিক সমিতির মুখপাত্র ও আরএলবি ইট ভাটার স্বত্বাধিকারী মাহবুবুল আলম জানান, উপজেলায় ৬টি ইট ভাটা রয়েছে। ইট তৈরির ভরা মৌসুমে ঐসব ভাটায় হাজার হাজার ইট তৈরি করে রোদে শুকাতে দেওয়া ছিল। রোদে শুকানোর পর ঐসব ইট আগুনে পোড়ানোর কথা। কিন্তু রোদে শুকাতে ইটগুলো গত শুক্রবার ও শনিবার অসময়ে মাঘের বৃষ্টির পানিতে গলে নষ্ট হয়ে গেছে। তিনি আরো জানান, এতে প্রতিটি ভাটায় ১৫-১৮ লাখ টাকার ইট নষ্ট হয়েছে। সেই হিসাবে উপজেলার ৬টি ভাটায় প্রায় কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। উপজেলার এমডিডি ও এমডিবি ভাটার মালিকগণ জানান, ইট খোলার পানি নেমে গেলে তারা আবার নতুন ভাবে ইট তৈরি শুরু করবেন। তবে বৃষ্টির ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয়।

মোঃ জাহিনুর ইসলাম, বিরামপুর দিনাজপুর-প্রতিনিধি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *