বিরুলিয়ায় টেকসই উন্নয়ন ও এমআরএ আইন বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত

অর্থনীতি প্রচ্ছদ শিল্প প্রতিষ্ঠান হ্যালোআড্ডা

টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে এমআরএ আইন ২০০৬ ও বিধিমালা ২০১০ যুগোপযোগী শীর্ষক বিশেষ সম্মেলন অনুিষ্ঠত হয়েছে। রবিবার সাভারের বিরুলিয়ায় বেসরকারী উন্নয়ন সংস্থা- রিসডা বাংলাদেশ এর সম্মেলন কক্ষে সিডিএফ এই সম্মেলন আয়োজন করে।

সিডিএফ এর চেয়ারম্যান মুর্শেদ আলম সরকারওে সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পণামন্ত্রী জনাব এম. এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: ফজলুল কাদের , রিসডা বাংলাদেশ এর চেয়ারম্যান মো: নুরুজ্জামান মুন্না ,টিএমএমএস এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. হোসনে আরা বেগম , সিডিএফ এর ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ, দিশার নির্বাহী পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম , সিডিএফ এর নির্বাহী পরিচালক জনাব আব্দুল আউয়াল, রিসডা-বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মোঃ হেমায়েত হোসেন প্রমুখ।

আইডিএফ এবং রিসডা বাংলাদেশ এর সহোযোগিতায় আয়োজিত সম্মেলনে বক্তারা টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে এমআরএ আইন ২০০৬ ও বিধিমালা ২০১০ যুগোপযোগী করণের বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন ।

মু. জামাল উদ্দিন, ম্যানেজার ( এডমিন ও জনসংযোগ বিভাগ)

রিসডা-বাংলাদেশ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *