বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলো বেলজিয়ামের, পদত্যাগ করলেন কোচ

আন্তর্জাতিক খেলাধুলা প্রচ্ছদ

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র হওয়ার পর বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে বেলজিয়ামের। এরপরই কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রবার্তো মার্তিনেস। ১৯৯৮ সালের পর এই প্রথম বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিল বেলজিয়াম।

এটাই বেলজিয়ামের কোচ হিসেবে তার শেষ ম্যাচ ছিল বলে জানিয়ে দিয়েছেন মার্তিনেস। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটাই বেলজিয়ামের কোচ হিসেবে আমার শেষ ম্যাচ ছিল। আমি আর দায়িত্ব চালিয়ে যেতে পারছি না। এখন বিদায় বলার সময় চলে এসেছে।’

বৃহস্পতিবার বেলজিয়ামের সামনে সুযোগ ছিল ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। কিন্তু গোল করতে ব্যর্থ হয় তার দল। গোলশূন্য ড্র করে গ্রুপে তৃতীয় হয়ে বিদায় নেয় তারা।

২০০১৬ সাল থেকে বেলজিয়ামের কোচের দায়িত্ব পালন করছেন মার্তিনেস। ২০১৮ সালে তার অধীনেই বিশ্বকাপে তৃতীয় স্থান নিশ্চিত করেছিল তারা। রেড ডেভিলদের ২০২০ সালে ইউরোর কোয়ার্টার ফাইনালেও তুলেছিলেন মার্তিনেস।

আরো পড়ুন : খেলার প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে জার্মানি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *