নিজস্ব প্রতিবেদক : ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর মাজার রোড ক্রসিং থেকে মিরপুর–১ নম্বর ক্রসিং পর্যন্ত সড়কে সাড়ে পাঁচ ঘণ্টা যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ওই দিন ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ওই রুটে চলাচলকারী সর্বসাধারণকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, এই সময়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠন মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসবেন। এ কারণে সর্বসাধারণকে সাড়ে পাঁচ ঘণ্টা বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।
এ জন্য যেসব যানবাহন আশুলিয়া থেকে বেড়িবাঁধ দিয়ে মিরপুর আসবে, সেসব যানবাহনকে নবাবেরবাগ ক্রসিং থেকে বাঁয়ে মোড় নিয়ে শাহ আলী থানা রোড ব্যবহার করতে বলা হয়েছে।
মাজার রোড ক্রসিং দিয়ে শাহ আলী মাজার–সংলগ্ন এলাকা অতিক্রম করার জন্য যানবাহনকে টেকনিক্যাল মোড় থেকে বাঁয়ে দারুস সালাম রোড ব্যবহার করতে বলেছে ডিএমপি।
এ ছাড়া যেসব যানবাহন মিরপুর-১০ নম্বর থেকে মাজার রোড হয়ে গাবতলীর দিকে যাবে, সেসব যানবাহন মিরপুর-১ নম্বর থেকে বাঁয়ে দারুস সালাম রোড ব্যবহার করে টেকনিক্যাল মোড় হয়ে চলাচল করবে।
আরো পড়ুন : চীন, তুরস্ক ও আরব আমিরাতের একাধিক ব্যক্তি–প্রতিষ্ঠান মার্কিন নিষেধাজ্ঞার অধিনে