ব্যালট পেপার পৌঁছল নেত্রকোনায়

জনপ্রতিনিধি জাতীয় তথ্য-প্রযুক্তি নির্বাচন প্রচ্ছদ মুক্তমত হ্যালোআড্ডা

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলায় নির্বাচনের ব্যালট পেপার পৌঁছেছে। ঢাকা থেকে ব্যালট পেপার নিয়ে আসেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিব উল আহসান।

সোমবার রাত সাড়ে ১১টায় নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ব্যালট পেপার পৌঁছার পর গ্রহণ করেন জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা। তিনি বলেন, জেলার ৫টি নির্বাচনী আসনের ব্যালট পেপার সংরক্ষণে রাখা হয় ট্রেজারিতে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশি নিরাপত্তায় এ সকল সরঞ্জাম রাখা হয়েছে।

নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা আরও বলেন, জেলায় সব ধরনের নির্বাচনের সরঞ্জাম ইতিমধ্যে সংরক্ষণ করা হয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৮ লাখ ৯৭ হাজার ৮৬০ জন ভোটার আগামী ৭ জানুয়ারি ভোট প্রদান করবেন।

আরো পড়ুন : দল বেঁধে হাঁটতে থাকায় ১৭১ বাংলাদেশি আটক করল মালয়েশিয়া পুলিশ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *