ভারতের গুজরাটের ভদোদরায় স্কুলের পিকনিকের বোট উল্টে কমপক্ষে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন শিক্ষক এবং বাকি ১৪ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরের কিছু পরে ভদোদরায় হার্নি লেকে এ দুর্ঘটনা ঘটে।
ওই বোটে নিউ সানরাইজ স্কুল নামে একটি বেসরকারি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষক মিলিয়ে ২৭ জন ছিল। তাদের কারো শরীরে লাইফ জ্যাকেট ছিল না বলে জানা গেছে। যদিও ওই বোটটিতে আসন সংখ্যা ছিল মাত্র ১৬ জনের। কিন্তু অতিরিক্ত যাত্রী থাকার কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা।
ঘটনার পরে স্থানীয় মানুষজন উদ্ধার কাজে নামে। বেশ কয়েকজন শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। পরে খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেড, দুর্যোগ মোকাবিলা টিমকে। তারা উদ্ধার কাজে নেমে বেশ কয়েকজনকে উদ্ধার করে। এখনো কয়েকজন নিখোঁজ বলে জানা গেছে।
ভদোদরার প্রধান ফায়ার অফিসার পার্থ ব্রহ্মভাট জানান, একটি বোটে করে স্কুলের বাচ্চারা পিকনিক করতে এসেছিলেন। বিকেল বেলার দিকে হঠাৎ করে সেই বোটটি উল্টে যায়। ফায়ার ব্রিগেডের কর্মকর্তারা ৭ জন শিক্ষার্থীকে উদ্ধার করে। উদ্ধার কাজ চলছে।