ভারত সরকারের উদ্যোগে রেডিয়েশন শনাক্তকরণ যন্ত্র বসছে পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার ও নেপাল সীমান্তে

আন্তর্জাতিক জনদুর্ভোগ তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ রাজনীতি লাইফ স্টাইল হ্যালোআড্ডা

পারমাণবিক ডিভাইস তৈরিতে ব্যবহারের জন্য তেজস্ক্রিয় পদার্থের পাচার ঠেকাতে পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার এবং নেপালের সঙ্গে ভারতের সীমান্তে আটটি ল্যান্ড ক্রসিং পয়েন্টে রেডিয়েশন ডিটেকশন ইকুইপমেন্ট (আরডিই) শিগগিরই স্থাপন করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আটারি (পাকিস্তান সীমান্ত), পেট্রাপোল, আগরতলা, ডাউকি এবং সুতারকান্দি (বাংলাদেশ সীমান্ত), রাক্সৌল এবং জোগবানি (নেপাল সীমান্ত) এবং মোরে (মিয়ানমার) এর সমন্বিত চেক পোস্ট এবং স্থল বন্দরে আরডিই ইনস্টল করা হবে। আটটি অপারেশনাল আইসিপি-তে রেডিয়েশন ডিটেকশন ইকুইপমেন্ট সরবরাহ, ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণের জন্য ওয়ার্ক অর্ডার সরকার গত বছর সম্পাদিত একটি চুক্তির মাধ্যমে প্রদান করেছে এবং বিক্রেতা শিগগিরই ইনস্টলেশন প্রক্রিয়া সরবরাহ এবং সম্পূর্ণ করবে। এই প্রক্রিয়ার সাথে সম্পর্কিত এক কর্মকর্তা এ খবর জানিয়েছেন।

ভারত সরকার আরডিই ইনস্টল করার উদ্যোগ নিয়েছে যাতে আন্তর্জাতিক সীমান্তজুড়ে তেজস্ক্রিয় পদার্থের পাচার নিয়ন্ত্রণ করা যায়। আটটি স্থলবন্দর দিয়ে প্রচুর পরিমাণে মানুষ এবং পণ্যের আন্তঃসীমান্ত চলাচল রয়েছে বলে জানা যায়। তেজস্ক্রিয় পদার্থের যে কোনও চোরাচালান ভারতের নিরাপত্তা সংস্থাগুলির জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে কারণ এটি পারমাণবিক ডিভাইস বা রেডিওলজিক্যাল ডিসপারসাল ডিভাইস তৈরিতে ব্যবহার করা হয়। আরডিই একটি ড্রাইভ-থ্রু মনিটরিং স্টেশনে ইনস্টল করা হবে যা ট্রাক এবং তাদের কার্গো সামগ্রী নিরীক্ষণ করবে। যদিও পাকিস্তানের সাথে ঠান্ডা সম্পর্কের কারণে আটারি আইসিপির মাধ্যমে মানুষ ও পণ্যের চলাচল মারাত্মকভাবে কমে গেছে, তবে অন্যান্য আইসিপিতে মানুষ এবং পণ্যের আন্তঃসীমান্ত চলাচল উল্লেখযোগ্য। আইসিপিগুলির নিরাপত্তা সংস্থাগুলি আন্তঃসীমান্ত কার্গো চলাচল পর্যবেক্ষণ করতে আরডিই ব্যবহার করতে পারে। বিষয়টির সাথে সম্পর্কিত এক আধিকারিক জানিয়েছেন -‘আরডিই আলাদাভাবে গামা এবং নিউট্রন বিকিরণ অ্যালার্মদ্বারা সজ্জিত এবং সন্দেহজনক বস্তুর ভিডিও ফুটেজ সংগ্রহ করতে পারে। এটি বিশেষ পারমাণবিক উপাদান এবং সার বা সিরামিকের প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া বিকিরণের পাশাপাশি উচ্চ-শক্তিযুক্ত গামা আইসোটোপগুলির মধ্যে পার্থক্য করার ক্ষমতাও রাখবে।

সরকার আরডিই ইনস্টল করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সহ কয়েকটি বিদেশি সংস্থার কাছ থেকে প্রযুক্তিগত সহায়তা নিয়েছে বলে মনে করা হয়।

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

আরো পড়ুন : অভিনয় ছেড়ে যুদ্ধের ময়দানে অভিনেতা ইদান আমেদি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *