ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মুরগিবোঝাই পিকআপের মাঝে মুখোমুখি সংঘর্ষে আসমা খাতুন (৩৫) ও শিরিনা খাতুন (২৪) নামে দুই সহোদর (স্পিনিং মিল শ্রমিক) নিহত এবং পাঁচ অটোযাত্রী আহত হয়েছেন।
আহতদের মাঝে দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোর পৌনে ৬টায় ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার হাতিবেড় গ্রামে। ঘটনার পর স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে প্রায় ৩ ঘণ্টা ওই সড়কটি ব্যারিকেড করে রাখে।
নিহতরা হলেন উপজেলার হাতিবেড় গ্রামের বঙ্গারভিটার আসাদ আলীর মেয়ে আসমা খাতুন (৩৫) ও শিরিনা খাতুন (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন সহোদর আসমা খাতুন, শিরিনা খাতুন ও অজুফা খাতুনসহ (২৮) বেশ কয়েকজন মিল শ্রমিক ব্যাটারিচালিত অটোরিকশা দিয়ে ভরাডোবা কর্মস্থলে যাচ্ছিলেন। ভরাডোবা-ঘাটাইল সড়কের হাতিবেড় গ্রামে জাহিদ ট্রেডার্সের সামনে ঘাটাইলগামী একটি মুরগিবোঝাই পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়ে এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই সহোদর আসমা খাতুন ও শিরিনা খাতুন মারা যান। আসমা খাতুন ভরাডোবা এলাকায় সীমা স্পিনিং মিলে ও শিরিনা খাতুন পেট্রিয়ট স্পিনিং মিলে শ্রমিকের চাকরি করত। দুর্ঘটনায় অপর এক বোন অজুফা খাতুন, অটোচালক জুলহাস (৩২) ও অপর এক যাত্রী মুর্শেদা খাতুনসহ বেশ কয়েকজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনা ঘটিয়ে পিকআপটি দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, আজকের এ দুর্ঘটনার মূল কারণ জাহিদ ট্রেডার্সের সামনে রাস্তায় মাটি ফেলে রাখা। দীর্ঘদিন ধরে দোকান মালিক জাহিদ গুরুত্বপূর্ণ এ রাস্তাটির ওপর মাটি ফেলে রাখেন। এতে রাস্তাটি সরু হয়ে প্রায় সময়ই দুর্ঘটনা ঘটছে।
ভালুকার মডেল থানার এসআই মো. নজরুল ইসলাম জানান, নিহত দুই সহোদর বোন মিল শ্রমিক ছিলেন। তাদের লাশ দুটি উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছেন।
আরো পড়ুন : আগুন পুড়ল নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএ গুদাম