ভোটারদের কেন্দ্রে নিতে যানবাহন ব্যবস্থা করতে পারবেন না প্রার্থী

জনপ্রতিনিধি জাতীয় তথ্য-প্রযুক্তি নির্বাচন প্রচ্ছদ মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

কেন্দ্রে ভোটারদের নিতে কোনো ধরনের যানবাহনের ব্যবস্থা করতে পারবেন না প্রার্থীরা। অন্যথায় এ আচরণ বিধি ভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন পরিচালনা শাখার উপসচিব আতিয়ার রহমানের সই করা পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
পরিপত্রে বলা হয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট, পোলিং এজেন্ট এবং সমর্থকরা যাতে ভোটারদের ভোটকেন্দ্রে নিতে কোনো প্রকার যানবাহন ব্যবস্থা করতে না পারেন, অথবা আচরণ বিধিমালা অনুসরণ করেন, সে বিষয়ে প্রার্থীদের করণীয় ও বর্জনীয় দিকগুলোর বিষয়ে সতর্ক করে দিতে হবে। অন্যথায় আচরণ বিধিমালা ভঙ্গের দায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এখন চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা। যা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

আরো পড়ুন : সাংবাদিকরাই ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার কাজ করবেন

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *