ভোলাহাটের মডেল মসজিদ উদ্বোধন
ভোলাহাট চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ দ্বিতীয় ধাপে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ভোলাহাট মডেল মসজিদ কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬৪টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় এই ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে ভোলাহাট মডেল মসজিদ কমপ্লেক্সের উদ্বোধন করেন। এ সময় উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সের ইসলামী সংস্কৃতি সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার আলম সরকার, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, উপজেলা ইসলামী ফাউন্ডেশনের মোঃ শাহাদাত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মডেল মসজিদগুলোতে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাসহ অজু ও নামাজের জন্য আলাদা জায়গা রয়েছে। এছাড়াও থাকবে হজ গমনে ইচ্ছুকদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা কেন্দ্র ও ইসলামিক লাইব্রেরি, অটিজম কর্নার, দাফনের আগের আনুষ্ঠানিকতা, গাড়ি পার্কিং সুবিধা, হিফজখানা, প্রাক-প্রাথমিক শিক্ষা ও কুরআন শিক্ষার ব্যবস্থা, ইসলামী সাংস্কৃতিক সম্মেলন কক্ষ। কার্যক্রম এবং ইসলামী দাওয়াত, ইসলামিক বই বিক্রয় কেন্দ্র, মসজিদের সঙ্গে দেশি ও বিদেশি অতিথিদের জন্য একটি বোর্ডিং সুবিধা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মীয় ভ্রান্ত ধারণা দূর করতে ইসলামের সত্য বাণী প্রচারের লক্ষ্যে এর আগে ২০২১ সালের ১০ জুন সারা দেশে একযোগে মোট ৫৬৪টির মধ্যে ৫০টি মডেল মসজিদের প্রথম ধাপের উদ্বোধন করেন। ‘এ’ ক্যাটাগরিতে ৬৪টি জেলা ও সিটি কর্পোরেশন এলাকায় লিফট সুবিধা এবং ২ হাজার ৩৬০.০৯ বর্গ মিটারের ফ্লোর স্পেসসহ প্রায় ৬৯টি চারতলা মসজিদ নির্মাণ করা হচ্ছে। ‘বি’ ক্যাটাগরিতে প্রতিটি ১৬৮০.১৪ বর্গ মিটার ফ্লোর স্পেস দিয়ে ৪৭৫টি মসজিদ তৈরি করা হচ্ছে এবং উপকূলীয় অঞ্চলে সি ক্যাটাগরির অধীনে ১৬টি মসজিদের প্রতিটি ২,০৫২.১২ বর্গ মিটার মেঝের স্পেস থাকবে।
ভোলাহাটে জাল নোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় জালনোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার আয়োজনে ও উপজেলা প্রশাসন এবং সোনালী ব্যাংক লিঃ ভোলাহাট শাখার সহযোগিতায় এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক ভোলাহাট শাখার ব্যবস্থাপক খনন্দকার হাবিব আনোয়ারের সভাপতিত্বে ও সোনালী ব্যাংক অফিসার মোঃ ফিরোজ কবির এর সঞ্চালনায় ওয়ার্কশপের সভার কাজ শুরু হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সরকারি মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিন, ভোলাহাট মোহবুল্লাহ কলেজ অধ্যক্ষ মোঃ রহমত আলী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মুনিরুদ্দীন মুন্টু, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর উপ-পরিচালক মোঃ ফিরোজ আহমেদ, মোঃ শামীম হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি মোঃ গোলাম কবির, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রাফিজুল ইসলাম ডাবলু, আম ফাউন্ডেশন ভোলাহাট সাধারণ সম্পাদক মোঃ মুনসুর আলী।
এ সময় কমকর্তা-কর্মচারী, শিক্ষক, ব্যাবসায়ী, সাংবাদিকসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জাল টাকা চেনার পদ্ধতি, জাল টাকার কুফল ও প্রভাব সম্পর্কে জন সাধারণকে অবহতিকরণসহ সচেতনতামুলক আলোচনা করেন।
গোলাম কবির- ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)
আরো পড়ুন : রমজানে নিত্যপণ্যের সংকট সৃষ্টির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান